রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) ঃ
বৈদ্যুতিক শট সার্কিটের ফলে আগুন লেগে একটি মোটর পার্টসের দোকানে ৮০ লাধিক টাকার তি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সাতীরার কালিগঞ্জ বাসটার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের হারিছ আলীর ছেলে ও কালিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স বিসমিল্লাহ অটো পার্টসের সত্ত্বাধিকারী নাজমুল হোসেন ও সরোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত একটার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা বাসস্ট্যান্ডে চলে আসেন। এ সময় তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সাাির্ভসের লোকজন চলে এসে আগুন নিভিয়ে ফেলেন। ততণে দোকানের ৮০ লাধিক টাকার মালামাল সহ নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। যথা সময়ে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসায় তার দোকান পুড়ে গেলেও পার্শ্ববর্তী আবাসিক ভবন ও দোকানগুলো রা পায়।
আগুন লাগার খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আমিনুর রহমানসহ থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
রনজিৎ বর্মন