ডাঃ ইসমে আজম জিকোর প্রথম কবিতা
সত্যি, আমি হবো মাটি;
আমার উপরে চলে বাহন
কিন্তু মুখে থাকে না কথন।
আমার উপরে ওভারপাস, মেট্রোরেল ,
ভিতরে আন্ডারপাস, বঙ্গবন্ধু টানেল,
আমাকে কেটে খুঁড়ে ফসল ফলায়
আবার বানায় ব্রুজ দুবাই
কিন্তু আমি কাঁদি না, সয়ে যাই।।
পূজার মন্ডপে পবিত্র কুরআন
মুসলিমদের যায় প্রাণ।
মন্দিরের সামনে গরুর মাংস
হিন্দুরের মনে তীব্র কষ্ট।
কিন্তু সবাই যদি মাটির মতো
সয়ে যায়,
দুনিয়াটা কতোই না সুন্দর হয়!!!