স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা (নির্বাচন অফিস সংলগ্ন) পরিষদ হল এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, সেবাদানকারী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ঢাকা) পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডা. মোঃ শরিফ, প্রোগ্রাম ম্যানেজার ডা. জয়নাল হক, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাজদা-ই-জান্নাত, জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সার্বক্ষনিক প্রসব সেবা জোরদার করা গেলে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমে আসবে বলে কর্মশালায় বক্তারা মত প্রকাশ করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, মেডিকেল কর্মকর্তা (এমসিএইচ-এফপি) ডা. অজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।