স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৩জন গাঁজা বিক্রেতাকে আটক করেছেন। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন- উপজেলার মহাদান ইউনিয়নের বাউসী মধ্য পাড়া এলাকার মৃত আহালুর ছেলে আ.মালেক (২৮) ও একই গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে জহুরুল ইসলাম (৩৫) এবং গোপালগঞ্জ জেলার মুন্সী নারায়ণপুর গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে মফিজ উদ্দিন (৩০)।
পুলিশের সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশের টহল’টিম রবিবার রাতে মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে কস্ট্রিপ দিয়ে পলিথিনে মোড়ানো ১কেজি ৫০০গ্রাম গাঁজাসহ তাদের ৩ জনকে আটক করে পুলিশ। পরে সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে ‘মাদক নিয়ন্ত্রণ আইন’ মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ‘মাদক নিয়ন্ত্রণ আইন’ মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।