স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে রোমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী রকিবুল হাসান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক, পৌর কাউন্সিল সাখোয়াত আলম মুকুল প্রমূখ।