স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রান্সফর্মার লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। গত বুধবার (৯ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহতরা হলেন- আফজাল হোসেন (৫০), তার ছেলে ইউসুফ আলী (২২), ইব্রাহীম হোসেন (২৫), স্ত্রী হাফিজা বেগম (৪৪) ও ছেলের বউ মেঘলা আক্তার (২০), ইকবাল হোসেন (৩০) আহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ফুলদহেরপাড়া এলাকার আফজাল হোসেন (৫০) বুধবার সকাল ১০টার দিকে তার সেচযন্ত্রের একটি ট্রান্সফর্মার লাগানোর প্রস্তুতি নেন। পরে তিনি পল্লী বিদ্যুতের টেকনিশিয়ানদের নিয়ে প্রতিবেশী ধুল্ল্যার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে সেচযন্ত্রের ট্রান্সফর্মার লাগানোর কাজ শুরু করেন। খবর পেয়ে প্রতিবেশী ধুল্ল্যা মিয়া ও তার ছেলে আল আমিন, আলতাফ হোসেন, নাজিম উদ্দিন, রাসেল, রাব্বি, আমিনুরসহ ১৫-২০ জন লোক ট্রান্সফর্মার লাগাতে বাঁধা দেন। ধুল্ল্যা মিয়ার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফর্মার লাগালে এটা তাদের জন্য ঝুঁকিপূর্ন হবে বলে দাবি করেন তারা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের প্রায় ১০জন আহত হয়। এসময় গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় খন্দকার আফজাল হোসেন ও ইউসুফ আলী বলেন, ট্রান্সফর্মার লাগানোর প্রস্তুতি দেখেই ধুল্ল্যা মিয়া ও তার লোকজন বাঁধা দেয়। তাদের জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফর্মার লাগালে এটা বিপদজনক হবে বলে তারা দাবি করে। তাদের দাবি না মানলে তারা লাঠিসোটা নিয়ে মারধর শুরু করে। বিষয়টি তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিউল আলম সোহাগ বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এখন প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।
তাং- ৯-২-২০২২ইং