স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বিকালে সরিষাবাড়ী থানা পুলিশ নাশকতা মামলায় তাকে কারাগারে পাঠান। সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী কবির হোসেন আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। সে আওনা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সভাপতি ছিলেন। আজ বুধবার দুপুরে আওনা জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘নাশকতার অভিযোগে ছাত্রলীগের সভাপতি কবিরকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
তাং-৬/৮/২৫