রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হেতালখালী গাজী বাড়ী জামে মসজিদ সংলগ্ন হেতালখালী গণ জলাধারের সুপেয় পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সুপেয় পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আকিজ ট্রাষ্টের অর্থায়নে নির্মিত গণ জলাধারের পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
ছবি- শ্যামনগর হেতালখালী সুপেয় পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
শ্যামনগরে পিচ কাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর পিকনিক কর্ণারে রুপান্তরের আয়োজনে পিচ কাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২ইউপির পিচ কাবের সদস্যদের অংশ গ্রহণে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, পিচ কনসোটিয়াম প্রকল্পের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, রুপান্তর কর্মকর্তা কিবরিয়া মাসুম। বক্তব্য রাখেন রুপান্তর শ্যামনগরের কর্মকর্তা আঃ হান্নান প্রমুখ। সম্মেলনে টিশার্ট, ক্রেষ্ট ও মগ প্রদান করা হয়।
ছবি- শ্যামনগরে পিচ কাবের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।