রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে চার অনুপ্রবেশকারীকে আটক করেছে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসের নেতৃত্বে কালিঞ্চী গ্রাম সংলগ্ন পাঁচনদীর মোহনা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক হয়। এসময় তারা নিজ নিজ দেশের পে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এসআই তারক বিশ্বাস জানান। জানা যায় আটকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার পূর্ব কৈখালী গ্রামের এজাহার আলী গাজীর ছেলে নুর আলী, ঢাকার বাড্ডা এলাকার নুর বাশারের ছেলে সুলতান, কয়রা থানার মহেশ্বরীপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে জামাল হোসেন ও খুলনার ৫নং কয়রা গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল্যাহ আল মামুন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তাং-২২.৬.২২