রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালিগঞ্জ-শ্যামনগর প্রধান সড়কের পাশে বাদঘাটা এলাকায় নির্মানাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মল্লিক সাঈদ মাহবুব।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরে নির্মানাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন পরিদর্শন করেন। তিনি ভবনের সকল কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং এ সময়ে ত্রুটি বিচ্যুতি গুলি ঠিকাদার প্রতিষ্ঠানকে ধরিয়ে দেন এবং সে গুলি দ্রুত সংশোধনের পরামর্শ প্রদান করেন।
জানা যায় নির্মানাধীন ভবনটির সকল কার্যক্রম এ বছরের মধ্যে সমাপ্ত হবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ সাতক্ষীরা।
পরিদর্শনকালিন অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ কামাল উদ্দিন ভূইয়া, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিউল আজম, উপজেলঅ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান জামান ট্রেডার্স (জেভি) বাবর এসোসিয়েট এর প্রকৌশলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মল্লিক সাঈদ মাহবুব।