শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সড়ক দূঘটনায় আহত।
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত মোটর সাইকেল দূঘটনায় মারাত্নক আহত হয়েছেন।
রবিবার দুপুরে তিনি মোটর সাইকেল যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এ সময় শ্যামনগর কালিগঞ্জ রোডে মৌতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্নক আহত হন। পর স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্য মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন।
ছবি- শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দূঘটনা কবলিত মোটরসাইকেল।