রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসিতে এ+ পেয়েছে ১৭০ জন।
এ+ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি। সবচেয়ে বেশী সংখ্যাক এ+ পেয়েছে নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে। এ প্রতিষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৩ জন। এর পর ২য় অবস্থানে রয়েছে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় । এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭ জন। ৩য় অবস্থানে রয়েছে কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানে এ+ প্রাপ্তের সংখ্যা ১৩ জন।
অন্যান্য এ+ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গুলি হল নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২ জন, ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজ থেকে ১১জন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ জন, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ থেকে ৯ জন, গাবুরা জেএলম মাধ্যমিক বিদ্যালয়, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয় ও ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয় থেকে এ+ প্রাপ্ত শিক্ষাক্ষার্থী বিদ্যালয় প্রতি ৮ জন। আড়পাঙ্গাশিয়া পিএন স্কুল থেকে ৬ জন, বনশ্রী শিক্ষা নিকেতন, ত্রিপানি বিদ্যাপীঠ ,মুন্সিগঞ্জ ও জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয় থেকে এ+ প্রাপ্ত বিদ্যালয় প্রতি ৫ জন। ঈশ^রীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় ও পাতড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন করে এ+ প্রাপ্ত। বিকে হাই স্কুল, ভূরুলিয়া নাগবাটি হাই স্কুল, বুড়িগোয়ালিনী ফরেষ্ট হাই স্কুল, হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয়, কৈখালী এস আর হাই স্কুল, পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, পোড়াকাটলা দ্বীপায়ন হাই স্কুল ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ+ প্রাপ্ত বিদ্যালয় প্রতি ২ জন । আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদনীমুখা এমএম মাধ্যমিক বিদ্যালয়, ঝাঁপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এ+ প্রাপ্ত বিদ্যালয় প্রতি ১ জন। উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে কোন শিক্ষার্থী এ+ প্রাপ্ত হয় নাই।