রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৩টি ইউনিয়নের ৩১টি কেন্দ্রে ৭০ হাজারের উর্দ্ধে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামী ৫ জানুয়ারী উপজেলার ৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতিপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সকল ধরনের প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, পঞ্চম ধাপে উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৩১টি, ভোট কক্ষের সংখ্যা ১৮৯ টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৫টি। ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭০৫৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫৫৯৮ জন ও মহিলা ভোটার ৩৪৯৮৪ জন।
ইউনিয়ন অনুযায়ী ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা হল ভূরুলিয়া ইউপিতে কেন্দ্র ০৯টি ,ভোট কক্ষের সংখ্যা ৪৭ টি, শ্যামনগর ইউপিতে কেন্দ্র ১১ টি, ভোট কক্ষের সংখ্যা ৬৬টি ও ঈশ^রীপুর ইউপির কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৭৬ টি।
ইউনিয়ন অনুযায়ী ভোটার সংখ্যা ভূরুলিয়া মোট ভোটার ১৭৬৫৯ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮৯১৪ জন ও মহিলা ভোটার ৮৭৪৫ জন। শ্যামনগর ইউনিয়নে মোট ভোটার ২৪৭৬১ জন। পুরুষ ভোটার ১২৩৬৯ জন ও মহিলা ভোটার ১২৩৯২ জন। ঈশ^রীপুর ইউপির মোট ভোটার ২৮১৬২ জন। পুরুষ ১৪৩১৫ জন ও মহিলা ১৩৮৪৭ জন। অস্থায়ী ভোট কক্ষ হল ভূরুলিয়া ২টি, শ্যামনগর ৮টি ও ঈশ^রীপুর ৫টি।
আগামী ৫ জানুয়ারী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান। ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন ৩১ জন প্রিজাইডিং অফিসার ১৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৮৯ জন পোলিং অফিসার। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, পুলিশ ,বিজিবি ,র্যাব সহ অন্যান্য প্রশাসন দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।
উল্লেখ্য যে, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র ৮৯ টি, ভোট কক্ষ ছিল ৫৪৫টি ও ভোটার সংখ্যা ছিল ২০০৭০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০১৪৪৩ জন ও মহিলা ভোটার ৯৯২৬৪ জন।