রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে শ্যামনগর থানার আয়োজনে নির্বাচনের ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য সহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা)। সভাপতিত্ব করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। বক্তব্য রাখেন শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম ও বিভিন্ন ফাঁড়ি থেকে আগত অফিসারফোর্সবৃন্দ। ৫ জানুয়ারী উপজেলার শ্যামনগর, ভূরুলিয়া ও ঈশ^রীপুর ইউনিয়নের ৩১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ছবি- শ্যামনগরে ৫ম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা)।