রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর ১৭ বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার শেখ শাহিনুর রহমান (৫৩) মারা গেছেন। মৃত বিজিবি সদস্য খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত আনিসুর শেখের ছেলে।
বিজিবি ও উপজেলা হাসপাতাল সুত্রে প্রকাশ, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি বাথরুমে যেয়ে পড়ে যান। এ সময় ডিউটিরত বিজিবি সদস্য দেখতে পেয়ে কতৃপকে অবহিত করলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নীলডুমুর ১৭ বর্ডারগার্ড বাংলাদেশের দায়িত্ব প্রাপ্ত সি,ও কামরুল আহসান বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাহার হার্টে রিং পরানো আছে ও ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন। সি,ও কামরুল আহসান বলেন, নিহতের দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ছবি- সংযুক্ত।