রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও জয়িতাদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য সহ জয়িতাদের হাতে সম্মাননা স্বারক ও সনদ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, তথ্য আপা শিরিন শিলা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
ছবি- শ্যামনগরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করছেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন সহ অতিথিবৃন্দ।