রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতের আঘাতে নিখোঁজ কলেজ ছাত্র সীমান্ত বৈদ্যের (২২)ভাসমান মরদেহ তিন দিন পর স্থানীয়রা খোলপেটুয়া নদী থেকে উদ্ধার করেছে।
রবিবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সীমান্ত বৈদ্যে নিখোঁজ হওয়ার পর ডুবুরীরা খোঁজা খুঁজি করেও লাশ উদ্ধার করতে পারেননি। সীমান্ত উপজেলার আটুলিয়া ইউপির বড়কুপট গ্রামের সুনিল বৈদ্যের মেজ ছেলে। সে শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র।
ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন গত ১০ সেপ্টেম্বর বাড়ীর নিকটবর্তী খোলপেটুয়া নদীতে বাবা ও ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে যেয়ে বাড়ীতে ফেরার পথে বজ্রপাতের আঘাতে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। রবিবার দুপুরে তার লাশ নিজ বাড়ীতে সমাধি করা হয়েছে।
ছবি- মৃত সীমান্ত।