রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় , জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা তথ্য আপার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান, সেলাইমেশিন বিতরণ, অনুদানের চেক বিতরণ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর থানার তদন্ত ওসি প্রমুখ।
অনুষ্ঠানে দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন ,অনুদানের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা , দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহম্মেদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি জি এম আকবর কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার প্রমুখ।
ছবি- শ্যামনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।