রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
একাত্তর গবেষণা পরিষদ ঢাকার আয়োজনে নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাসকে শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়াড প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতার ৫১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার সংগঠনের ঢাকা কাটাবন কার্যালয়ে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের নিকট থেকে এ্যাওয়াড গ্রহণ করেন প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ কুষ্টিয়ার অধ্যাপক ডঃ অরবিন্দু সাহা । সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সেপেক্টর নরেন্দ্র নাথ সরকার। উল্লেখ্য যে একাত্তর গবেষণা পরিষদ একটি সামাজিক সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন যারা সুস্থ সংস্কৃতি বিকাশে কাজ করে।
মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়াড পাওয়ায় মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদ ,চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর ও জেলা শাখা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
ছবি- শ্যামনগর চিংড়াখালী হাই স্কুলের প্রধান শিক্ষক ও মহারাজা প্রতাপাদিত্য স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়াড গ্রহণ করছেন।
রনজিৎ বর্মন
তাং-১৬.৩.২২