রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্জের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শ্যামনগর তানা চত্তরে শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা পুজা উদ্যাপন পরিষদ সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণপদ মন্ডল, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, পুজা উদ্যাপন পরিষদ সদস্য সুশান্ত বিশ^াস। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল কর্মকার, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন , স্বেচ্ছাসেবক গঠন, বিদ্যুৎ সহ বিকল্প আলোর ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার ৬৯টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগরে দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।