রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আদর্শ সনাতন সেবা সংঘ ইচ্ছা শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে গীতা স্কুলের মেধাবী গরীব শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার সকালে ঐতিহ্যবাহী ইতিহাসখ্যাত যশোরেশ^রী কালী মন্দির চত্তরে আদর্শ সনাতন বিদ্যাপীঠ শ্যামনগর এর ৪৯টি গীতা স্কুলের মধ্যে ১৭টি গীতা স্কুলের দরিদ্র ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
বস্ত্র বিতরণ করেন আদর্শ সনাতন সেবা সংঘ ইচ্ছা শ্যামনগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী দেবাশীষ কুমার মালো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সেবক ভবতোষ বৈরাগী, উপজেলা সদস্য বিজন তরফদার, নয়ন মন্ডল, প্রাণ কৃষ্ণ মন্ডল, মধাব কুমার শীল, গীতা স্কুলের শিক্ষক পবিত্র মন্ডল, রেবা রানী, তৃষ্ণা মন্ডল, মায়া মন্ডল প্রমুখ।
ছবি- শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে গীতা স্কুলের দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি।