রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্নহনন করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রমজাননগর ইউপির মানিকখালী গ্রামে। মৃতের নাম মালতি বর্মন(১৬)। সে একই গ্রামের শ্রীনিবাস বর্মনের মেয়ে এবং ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মালতির বাড়ীর সকলে নিকটবর্তী স্থানে নামযজ্ঞ অনুষ্ঠানে যান। পর রাত ১১ টার দিকে ফিরে মালতিকে ডেকে সাড়া না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ীর লোকজন ঘরের জানলা দিয়ে দেখতে পান মালতি গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে রয়েছে। পর তাকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য ডাক্তারকে ডেকে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পরই রাতে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে শ্যামনগর থানা পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
মালতির মা সুচিত্রা রানী জানান, প্রেম ঘটিত কারণে মালতি আত্নহত্যা করেছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ছবি- মালতি রানী।