শ্যামনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে ঈশ^রীপুর ইউপি হল রুমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও নারী ক্ষমতায়ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড,জি এম শোকর আলী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ প্রমুখ।
ছবি- শ্যামনগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তথ্য আপার বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
রনজিৎ বর্মন
মোবা-০১৭১২৪৪৮৯৬০
তাং-৩১.৩.২২