রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। দিবসটি উপলে র্যালি, আলোচনা সভা, ুদ্র ঋণের চেক বিতরণ, ভাতা বহি এবং ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল , এনজিএফের নির্বাহী পরিচালক লুৎফর রহমান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. এমরান হোসেন মিয়া, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারি সার্জন সুব্রত বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রমুখ।
ছবি- শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।