রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী মোবাইলফোন ছিনতাইকালে বাঁধা প্রদান করলে ছিনতাইকারী ধনঞ্জয় মিস্ত্রীর(৪৫) গলায় ছুরি চালিয়ে মারাতœক আহত করে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দক্ষিণ আটুলিয়া গ্রামে বৃহস্পতিবার রাত ১০ টার পর। ধনঞ্জয় মিস্ত্রী হল দক্ষিণ আটুলিয়া গ্রামের দূর্গাপদ মিস্ত্রীর বড় ছেলে। তিনি বরষা নামে একটি এনজিওতে কাজ করেন।
ধনঞ্জয় মিস্ত্রীর ভাই সঞ্জয় মিস্ত্রী ও বরষা এনজিওর কর্মী হরিপদ গায়েন বলেন রাতে খাবার শেষে বাড়ীর সামনে রাস্তায় হাটছিল এবং মোবাইলফোনে কথা বলছিল এ সময় মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধনঞ্জয় মিস্ত্রী বাঁধা প্রদান করলে তাদের হাতে থাকা ছুরি তার গলায় যেয়ে বেঁধে যায়। এ সময় তার আতœচিৎকারে বাড়ী থেকে লোকজন বাইরে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রক্ত ক্ষরণ বন্ধ করেন। বর্তমানে আহত ব্যক্তি শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
ছবি- আহত ধনঞ্জয় মিস্ত্রী