রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব প্রশিক্ষণ কক্ষে কৃষকের কাছে সকল কৃষি পণ্য সরকার নির্ধারিত মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষে জরুরী নিদের্শনামূলক সভার আয়োজন করা হয়।
বিভিন্ন প্রকার বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিক্রেতাদের অংশগ্রহণে জরুরী সভায় সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম বলেন সরকার নির্ধারিত মূল্যে সকল প্রকার কৃষি পণ্য নিরবিচ্ছিন্নভাবে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। তিনি সকলকে সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোন প্রকার মূল্য না নেওয়া ও সরকারি সকল নিয়মাবলী মেনে চলার জন্য অবহিত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লতিফুল হাসান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া , বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিক্রেতাবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরী নিদের্শনামূলক সভা।