রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়াল্ডভিশন,উইনরক নবযাত্রা প্রকল্পের আয়োজনে ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে অংশীদারদের যোগাযোগ বৃদ্ধি ও রিভার্স অসমোসিস প্লান্ট হস্তান্তর বিষয়ক এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল দোলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। ওয়াল্ডভিশন কর্মকর্তা প্রনতি বেরোনিকা কস্তার সঞ্চালনায় সভায় ধারণা পত্র পাঠ করেন ওয়াল্ডভিশন শ্যামনগরের প্রধান কর্মকর্তা আশিষ কুমার হালদার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ইউপি চেয়ারম্যান এ্যাড, জি এম শোকর আলী, ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু। বক্তব্য রাখেন নকশীকাঁথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ। সভায় দুটি ইউপি চেয়ারম্যানের নিকট রিভার্স অসমোসিস প্লান্টের কাগজ হস্তান্তর করা হয়।
ছবি- শ্যামনগরে শ্যামনগরে ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন ও রিভার্স অসমোসিস প্লান্ট হস্তান্তর বিষয়ক সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।
রনজিৎ বর্মন
তাং-১৬.৩.২২