রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবে রমজাননগর ইউনিয়নে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী সহ অন্যান্য সাধারণ সদস্য পদের প্রার্থী ইভিএমে ভোট গ্রহণ ত্রুটিপূর্ণ থাকায় ব্যালট পেপার দিয়ে পুনঃ ভোট গ্রহণের দাবীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চতুর্থধাপে অনুষ্ঠিত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রমজাননগর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোঃ শাহানুর আলম। তিনি লিখিত বক্তব্যে বলেন ইভিএমে নৌকা প্রতিকের বাটুনে চাপ দিলে অন্য প্রতিক ভেসে আসে কখনও কখনও। এছাড়া চাঁদখালী কেন্দ্রে প্রথমদিকে মোরগ প্রতিকের বাটনে চাপ দিলে অন্য আরএকটা প্রতিক ভেসে আসে। এ বিষয় কতৃপক্ষকে অবহিত করলে যেনতেনভাবে মেশিন ঠিক করে কিছু পরে ভোট গ্রহণ শুরু করা হয়।এ ছাড়া অন্যান্য অভিযোগ করেন। তিনি বলেন অত্র এলাকার অনেক ভোটারের ইভিএমে ভোট দেওয়ারমত অভিজ্ঞতা ছিলনা। সে কারণে ইভিএমে ভোট গ্রহণ ত্রুটি পূর্ণ থাকায় ব্যালট পেপার দিয়ে পুনঃ ভোট গ্রহনের জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আকুল আবেদন জানান।
সংবাদ সম্মেলনকালিন উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ৫ নং ওয়ার্ড ফুটবল প্রতিক, আনোয়ার হোসেন ৪ নং ওয়ার্ড মোরগ প্রতিক, আব্দুল বারী ৮নং ওয়ার্ড মোরগ প্রতিক, সহ অন্যান্য কয়েকজন প্রার্থী।
ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মোঃ শাহানুর আলম।