রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
শনিবার সাতক্ষীরার শ্যামনগর
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা
নির্বাচন অফিসের বাস্তবায়নে ইভিএমের মাধ্যমে নির্বাচনের জন্য তথ্য
প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষক,কর্মকর্তা/কর্মচারীদের ভোটকেন্দ্রে ভোট
গ্রহণের লক্ষ্যে কারিগরী সহায়তা সহ ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব
পালনের লক্ষ্যে ট্রাবল শুটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা
নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার
মিনা হাবিবুর রহমান। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ আইসিটি
শিক্ষক কর্মচারীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ সহ মোট ২৫ জন অংশ গ্রহণ করেন।
জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে
শুধুমাত্র রমজাননগর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সে
লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
ছবি- শ্যামনগরে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের লক্ষ্যে ভোট গ্রহণ
কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করছেন জেলা নির্বাচন অফিসার নাজমুল
কবীর।