রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার উপজেলা পরিষদের সমাজ কল্যাণ কমিটির আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন সমতাবৃদ্ধিমূলক উপ প্রকল্পে- শ্যামনগর সদর ইউনিয়নে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে বাল্য বিবাহ, ইভটিজিং,নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক (ক্যাম্পেইন) প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাইদ। অনুষ্ঠানে শিা প্রতিষ্ঠানের শিকমন্ডলী, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবকসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগরে বাল্য বিবাহ, ইভটিজিং,নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।