রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
থানা সুত্রে প্রকাশ, ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব কাশিমাড়ী ঝাঁপালি খোলপেটুয়া নদীর মোমিননগর নামক স্থানে অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৭০ বছর এর মৃত দেহটি স্থানীয় লোকজন নদীতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানান।
লোকটি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় অনেকে মত প্রকাশ করেন। থানা পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির সন্ধান জানার জন্য তার আত্মীয় স্বজনকে শ্যামনগর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন নাম পরিচয় সহ মৃত দেহ ভেসে আসার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
ছবি- শ্যামনগরে অজ্ঞাতনামা উদ্ধারকৃত মৃতদেহ।