সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা সেরা শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইস এস সি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের হল রুমে ১ম বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জোয়ার্দার এর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহীন ।
এ সময় বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম লাভলু, অজয় কুমার বিশ্বাস, মাসুদুজ্জামান লিটন প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী রিংকু, আকাশ, লিখন, পারভেজ, অপি ও আশরাফুল ইসলাম সহ একাদশ ও ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীবৃন্দ।