সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপার কৃতি সন্তান ডাক্তার শামীম রেজা । তিনি অধ্যাপক সদর উদ্দিনের পুত্র । তার গ্রামের বাড়ি পৌর এলাকার মাঠ পাড়ায় ।
ডাক্তার শামীম রেজা শৈলকুপার ১৯ নং লোলিত মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনী সমাপনী শেষে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসিতে প্রথম বিভাগে, শৈলকুপা থানার মধ্যে ৩য় স্থান লাভ করেন । এরপর শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে থেকে ১৯৮৭ সালে প্রথম স্থান অধিকার সহ প্রথম বিভাগে পাশ করেন পরে, রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন , সেখান থেকে ১৯৯৫ সালে কৃতিত্বের সহিত প্রথম বারেই এমবিবিএস পরীক্ষায় পাশ করেন ।
১৯৯৬ সালে ঐ মেডিকেল কলেজ হাসপাতালেই ইন্টার্ণ শীপ সম্পন্ন করেন পরবর্তীতে কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারী বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স অব সার্জারী ( এমএস) সম্পন্ন করেন।
২০তম বিসিএস পরীক্ষায় পাশের মাধ্যমে ২০০১ সালে মেডিকেল অফিসার, হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ঝিনাইদহ, হিসেবে কর্মজীবন শুরু করেন । বর্তমানে সহকারী অধ্যাপক, ভাসকুলার সার্জারী, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, শের ই বাংলা নগর, ঢাকাতে " ভাসকুলার, এন্ডোভাসকুলার ( শিরা বা রক্তনালী) ও লেজার বিশেষজ্ঞ সার্জন" হিসেবে কর্মরত আছেন ।
ডাক্তার শামীম রেজা চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখি সহ নানা সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন। এ পর্যন্ত ২ টি কবিতার বই " মানব বদন " ও " জ্যোৎস্না স্নাত রাত " প্রকাশিত হয়েছে । এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও আন্তর্জাতিক পত্রিকায় কবিতা, গল্প সহ চিকিৎসা সম্পর্কিত লেখা নিয়মিতই প্রকাশিত হয়।
ব্যক্তিগত জীবনে ডাক্তার শামীম রেজা ২ ছেলে সন্তানের জনক, স্ত্রী ডাঃ তানজিলা ইয়াসমিন একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ।
আজ ডাক্তার শামীম রেজার ৫৩তম জন্ম দিন ।
শৈলকুপার এই কৃতি সন্তানের জন্মদিনে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তার সফলতা ও মঙ্গল কামনা করছে ।