এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ
আগামী ২৬ ডিসেম্বর ৪নং শেওলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থী শেওলা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড,পাড়া, মহল্লা,ও হাট বাজারে জনসংযোগ করে যাচ্ছেন।
৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল খালিক পাপলু এক সাক্ষাৎ কালে সাংবাদিকদের জানান,আমি অত্র ওয়ার্ডের ই-সন্তান।আসন্ন ইউপি নির্বাচনে শেওলা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে আমি মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করছি।আমার প্রতিক টিউবওয়েল।আমি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। গত পাঁচ বছর আগে ও আমি নির্বাচন করেছি কিন্তু আমার ভাগ্যে জুটেনি পাস করার,কিন্তু এবার যদি আমার ওয়ার্ডের ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে জনগনের পক্ষে কাজ করবো।আগামীতে আমার ওয়ার্ডের ভোটারের মহিলা ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ- এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন,জনগনের নাগরিক সুবিধা প্রদান ও জনকল্যাণমুখী সকল কাজে এ ওয়ার্ড বাসীর পাশে থাকতে চাই। এ সময় তিনি টিউবওয়েল প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান।