বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেট বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নে তালা মার্কার প্রার্থী আব্দুল মালিক(মছনু)তিনি শেওলা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ফুটবল মার্কার প্রার্থী আখতার হোসেন (মিছবা)সাবেক মেম্বার।
চলমান ইউনয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ১০টির মধ্যে ৪ নং শেওলা ইউনিয়নে ৪জন মেম্বার প্রার্থী অংশগ্রহণ করেন ফ্যান মার্কা প্রার্থী মোঃ ফখরুল ইসলাম ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রার্থী মোঃআমির হোসাইন (মাসুম)ভোট পেয়েছেন ২৫৩ এবং ২জন প্রার্থী জামানত হারিয়েছেন। সরকারদলীয় ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক মছনু, ও সাবেক মেম্বার মোঃআখতার হোসেন মিছবা।এই দুজনের মধ্যে আবার এক প্রার্থী তালা নিয়ে ভোট পেয়েছেন ৬৩ ভোট,ও অন্যজন প্রার্থী ফুটবল নিয়ে পেয়েছেন মাত্র ২২ ভোট!
জানা গেছে,বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ৬৩ ভোট ও ২২ ভোট পেয়েছেন। মোট ১২৯৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৯১০টি ভোট,বাতিল ভোট ৩৫টি ও ফ্যান প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃফখরুল ইসলাম ৫৩৭ ভোট,তার প্রতিদ্বন্দ্বী মোঃআমির হোসাইন মাসুম মোরগ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৫৩ ভোট, মোঃ আব্দুল মালিক (মছনু)তালা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬৩ ভোট ও আখতার হোসেন (মিছবা)ফুটবল প্রতিক নিয়ে মাএ ২২ ভোট পেয়েছেন।এতে জামানত হারান আব্দুল মালিক মছনু ও আখতার হোসেন মিছবা।