আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ধ্বংসপ্রায় শিক্ষা জীবন বাঁচাতে
সুন্দর ও সুনিশ্চিত জীবনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে চালুর দাবী জানিয়ে মানববন্ধন এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন,
শিক্ষা ব্যবস্থা আজ গুরুতর আঘাতের সম্মুখীন। এই মুহুর্তে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি করোনা মহামারির জন্য দীর্ঘ বিধিনিষেধের কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। অনলাইন ক্লাসের নামে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলেমেয়েরা। অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে তলানিতে ঠেকেছে শিক্ষার গুণগত মান। পেটের তাগিদে পড়াশুনা ছাড়তে বাধ্য হয়েছে বহু শিক্ষার্থী। অনেক ছাত্র কাওমি মাদ্রাসামুখী হচ্ছে। ভাটা পড়েছে গবেষণার কাজে।
অবিলম্বে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ধ্বংসপ্রায় শিক্ষা জীবন বাঁচাতে সুন্দর ও সুনিশ্চিত জীবনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে,বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দিতে হবে, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুর্ণগঠনের জন্য যৌক্তিক ও তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সংসদ এর সভাপতি তৌফিক উজ জামান পীরাচা। কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম ফারুক সরকার সুমন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর সংগ্রামী সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও জেএসডির কেন্দ্রীয় নেতা সৈয়দ বিপ্লব আজাদ, ছাত্রলীগ নেতা মোস্তফা আলী, যুবায়ের রহমান, নাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম রিয়াজ প্রমুখ সহ সংগঠনের ঢাকা মহানগর নেতৃবৃন্দ।