ইউসুফ মুন্সী,ফেনী প্রতিনিধিঃ
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে
ইসলামী আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আ'লীগের সাধারণ সম্পাদক বলেছেন শিক্ষাপতিষ্ঠান খুললে সরকার পতনের আন্দোলন হতে পারে। সেই ভয়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। করোনার কারণে নয় বরং জাতির ভবিষ্যৎ ধ্বংসের জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তিনি আরো বলেন, দেশের সবকিছু স্বাভাবিকভাবে চললেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার জাতীকে মেধাহীন করার চক্রান্ত করছে।
২সেপ্টেম্বর-২১ বৃহস্পতিবার, বেলা ৩ঘটিকায় ফেনীর শহীদ মিনার চত্বরে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশর কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিষেশ সারাদেশে নেয় ফেনীতেও কর্মসূচি পালিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া,তিনি বলেন, দেশর সেতুমন্ত্রীর বক্তব্যে বুঝা যায়, সরকার করোনার জন্য নয়, বরং আন্দোলনের ভয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। সরকার ক্ষমতার স্বার্থে যা করার তাই করছে।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ভিন্ন পেশা বেছে নিয়েছে। এ অবস্থা থেকে দেশের শিক্ষা সেক্টর রক্ষায় অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি,ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ সংগঠনের উপজেলা জেলার বিভিন্য দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।