নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউপির খাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এক সংক্ষিপ্ত বক্তব্যে আসন্ন ৬নং গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি, গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির বাবরব নির্বাচিত সফল সভাপতি এবং উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী বলেন; শিক্ষাই জাতির মেরুদন্ড। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সুদৃষ্টি রেখেছেন দেশের সকল শিক্ষা প্রতিষ্টানের প্রতি। একমাত্র শিক্ষাবান্ধব সরকার আওয়ামী লীগ সরকার।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকাদার শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূট্ট, অত্র বিদ্যালয়ের সভাপতি রিকো, প্রধান শিক্ষিকা ও শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।