শালিখা প্রতিনিধি।
মাগুরার শালিখায় বাঙালি হিন্দু ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ ও বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ব্রজেন্দ্রনাথ মন্ডল। এসময় উপজেলার ১৭১ টি পূজা মন্ডপের সভাপতি মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপে ১৫ হাজার করে মোট ২৫ লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান হয়। শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস জানান এ বছর উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে ২৬ টি,আড়পাড়া ইউনিয়নে ২৭ টি, তালখড়ি ইউনিয়নে ২৫ টি, গঙ্গারামপুর ইউনিয়নে ২৭টি, শালিখায় ইউনিয়নে ১৪ টি, শতখালি ইউনিয়নে ১৩ টি এবং বুনাগাতি ইউনিয়নে ৪৮ টি পূজামণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।