নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ মানিকদিপা দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি
নির্বাচিত হওয়ার আজ শনিবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, সদস্য রুহুল আমিন, সাবেক যুবলীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা আব্দুর রউফ, খরনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মেজাজ ফকির সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
গত ১৬ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি চিঠিতে ছয় মাসের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন যুবলীগ নেতা এসএম বাকি বিল্লাহ।
ইতিপূর্বে তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়টির উন্নয়নে পারিবারিকভাবে তার অনেক অবদান রয়েছে। তার বাবা আলহাজ্ব মোহাম্মাদ আলী প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের নামে জমি দানও করেছেন।