নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা মানউন্নয়নে ও পড়ালেখা প্রতি মনোযোগী করতে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার বেলা ১১ টায় আড়িয়া ইউনিয়ন মানিকদিপা স্বপ্নপূরণ স্কুল শাখায় শতাধিক শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেনসিল, বাবার, কাটার দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বিতরন করেন আসন্ন আড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি নাজিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, রেজাউল ইসলাম সহ আরও অনেকেই।
উল্লেখ্য- স্বপ্নপূরণ স্কুল টি ২০১৬ সাল থেকে ৫ টি শাখায় গ্রামে ও শহরের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।