নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে জাতির সূর্য সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, পুস্পস্তবক অর্পণ,
শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে আলোচনা সভা ও সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
দিনব্যাপী শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার গৌর গোপাল গোস্বামী, মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সভাপতি লিয়াকত আলী প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।