নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে জেবি সিলিন্ডার লিমিটেডের নিউমেটিক মেশিনে চাপা পড়ে আবু বক্কর (৪১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১০ টার দিকে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় যমুনা গ্যাস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের শামছুল হকের ছেলে।
জানাগেছে, আবু বক্কর দীর্ঘদিন ধরে অপারেটর পদে চাকরি করছিলেন। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সিলিন্ডার নিউমেটিক টেস্ট করতে যান তিনি। তবে হাওয়া মেশিনের হেডের ভাল্ব ওপেন না করে অসাবধানতাবশত মেশিনের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে সুইচ অন করেন আবু বক্কর। এসময় সঙ্গে সঙ্গে নিউমেটিক মেশিনের হাওয়ার প্রেসারে জগ (এক ধরনের যন্ত্র) ওপরে উঠে গিয়ে আবু বক্করের গলায় চাপ লাগে। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। দ্রুত তাকে কোম্পানির গাড়িতে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখাননে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
কোম্পানির কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, কোম্পানির অব্যবস্থাপনার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এর আগে দুর্ঘটনায় একাধিক শ্রমিকের অঙ্গহানি হয়েছে। অথচ কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি।
এবিষয়ে কোম্পানির এজিএম জাহাঙ্গীর আলম বলেন, ভালো ব্যবস্থাপনা থাকার পরেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা খুবই হতভম্ব। তাছাড়া দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা আছে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।