শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে
প্রতিবন্ধী জনগোষ্ঠী অধিকার, সুরক্ষা, সেবা ও সার্বিক কল্যাণে নিয়োজিত শারীরিক প্রতিবন্ধী, এতিম, গরীব ও অসহায়দের মাঝে প্রায়শ শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় অটিস্টিক সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু।
প্রতিবন্ধী এই সংগঠনের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং ফোরকান হোসাইনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এমপির বিশেষ প্রতিনিধি ও উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারি রেজাউল করিম, ইসলামী ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান, শাজাহানপুর থানার এস আই আলতাফ হোসেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এমপির সফর সঙ্গী হিসেবে আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুল বাসেদ রঞ্জু, মাঝিড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আবু জাফর, অত্র এলাকার সমাজসেবক আব্দুস সোবহান, মোস্তা, বাছেদ, আবু শাহিন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।