নাজিরপুর ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
টিবিসি'র ডিলার মেসার্স সাদিয়া ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধিরা এসব পণ্য সরকারি নির্ধারিত মূল্যে ক্রেতাগণের কাছে বিক্রয় করেন।
উল্লেখযোগ্য পণ্য সমূহের মধ্যে রয়েছে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, বসুন্ধরা সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেয়াজ প্রতি কেজি ৩০ টাকা। একজন ক্রেতা প্রতিটি পণ্য ২ কেজি করে কিনতে পারছেন।
স্বল্প মূল্যে টিসিবির এই সব পণ্য সামগ্রী কিনতে পেরে অনেকেই প্রশংসা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি।