নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউপির খাদাশ যুব উন্নয়ন সমিতির আয়োজনে "৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট"র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে অত্র ইউনিয়নের জামাদার পুকুর তেলের পাম্পের সামনে ফসল শূণ্য মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের একটানা ৬ বার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।
উদ্বোধনী ম্যাচে নন্দীগ্রাম ভোরের আলো ফুটবল ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ভাটগ্রাম শ্যামলী স্পোটিং ক্লাব বিজয় অর্জন করে। এই খেলায় ছক্কা জয়ী চেয়ারম্যান ভক্তসহ বহু ফুটবল প্রেমী জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টের নামকরণ সম্পর্কে জানতে চাইলে আয়োজকেরা জানিয়েছেন, আমাদের ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান এক নাগারে বিরতিহীন ৬ষ্ট বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাহার নামানুসারেই এই টুর্নামেন্টের নামকরণ করা হয় "৬ষ্টতম নির্বাচিত ফজু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট"।
সমাজ সেবক মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মঞ্জুয়ারা বেগম, আজিজার রহমান আলম, ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য; এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সাওন, সহ-সাধারণ সম্পাদক তাজনুর ইসলাম, আরনি, সহিদুল ইসলাম, আব্দুল হাকিম, সজিব ইসলাম, বিপ্লব সহ আরও অনেকেই।