মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে ৫৮তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশ শনিবার অনুষ্ঠিত হবে।
৫৮তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশ এর আহবায়ক ইমামে রাব্বানী, কাইউমে জামান, মোজাদ্দিদে জামান, খলিফাতুর রাসুল, আওলাদে রাসুল (দ.), হযরতুল আল্লামা আবু নছর আলহাজ্ব সৈয়দ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল্ মাদানী (রা.)’র সাজ্জাদানশীন পীরে কামেল রাহ্বারে শরীয়ত ও ত্বরিকত, বাংলাদেশ আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল্ আবেদী (মা.জি.আ.)। আগামী ০৮ ই জানুয়ারী শনিবার সকাল থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, বিকাল ০৩ ঘটিকায় হামদ, নাতে রাসুল (দ.) ও নাতে মুর্শিদী পরিবেশনা, বাদ মাগরীব রওজা শরীফের গিলাপ পরিবর্তন এবং সারা রাত ব্যাপী বিশিষ্ট বুর্জুগানে দ্বীন, দেশ বরেন্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ তাকরীর পেশ করবেন। উক্ত ওরছে নববী (দ.) ও সুন্নী মহা সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক বিভিন্ন দরবার শরীফের হক্কানী পীর মাশায়েখ, নবী প্রেমিক তাশরিফ আনবেন। পবিত্র ওরছে নববী (দ.) এ অংশ গ্রহণ করে রাসুলে খোদা (দ.) এর রেজামন্দি হাছিল করার জন্য ইমামে রাব্বানী (রা.) দরবার শরীফের সাহেবজাদাগণ সকলের প্রতি অনুরোধ করেছেন।