ষ
এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ
ভালো আইনজীবী হতে হলে সকল বিষয়ে লেখা-পড়া করে সঠিক জ্ঞান অর্জন করতে হয়। শুধু আইন বিষয়ে লেখা-পড়া করে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.এস.এম. আব্দুল মুবিন। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ এডভোকেট শিব্বির আহমদ বাবলু এবং যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মুমিনুর রহমান (টিটু) যৌথ সঞ্চালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও ইতিহাসের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে এসময় বিচারপতি এ.এস.এম. আব্দুল মুবিন আরও বলেন, আমি এই বারের সদস্য ছিলাম। এই বারেই আমার আইনপেশার যাত্রা শুরু হয়। আজ আমি বিচারপতি হয়েছি। আমি আশ্বান্বিত হয়ে বলতে চাই সঠিকভাবে আইনপেশায় নিয়োজিত থাকলে এই বারের বিজ্ঞ সদস্যগণ আরও বিচারপতি হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান, সিলেটের মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সিলেটের সাবেক পাবলিক প্রসিকিউটর মোঃ মিছবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, সরকারী কৌঁসুলি মোঃ রাজ উদ্দিন এডভোকেট, সিলেটের পাবলিক প্রসিকিউটর মোঃ নিজাম উদ্দিন এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট। অনুষ্ঠানের শুরুতেই আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট ও গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ রাজ উদ্দিন এডভোকেট, মোঃ নিজাম উদ্দিন এডভোকেট ও নওশাদ আহমদ চৌধুরী এডভোকেটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যথাক্রমে সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, এডভোকেট মোঃ কাওছার আহমদ, এডভোকেট মোবারক হোসাইন।
এবছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইনপেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ১৬ আইনজীবী মোঃ গোলাম হোসেন, সৈয়দ শায়েখ আহমদ, শামীম আহমদ সিদ্দিকী, শ্যামল সিংহ, মোঃ আব্দুল মালেক, মোঃ আব্দুল আজিজ, মোঃ জালাল উদ্দিন, মোঃ মফিজুর রহমান, মোঃ আব্দুল মজিদ খান (মানিক), বিশ্বজিৎ চক্রবর্ত্তী, মোঃ হুমায়ুন কবীর বাবুল, মোঃ আব্দুর রহমান চৌধুরী, মোঃ কামাল হোসেইন, মোহাম্মদ আখলাকুল আম্বিয়া, মোঃ রেদওয়ান আহমদ চৌধুরী ও মোঃ নুরুল আনাম চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন। এবছর এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ২১ জন মেধাবী সন্তানকে এককালিন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
নৈশভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দীন এডভোকেট ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মকসুদ আহমদ এডভোকেটের যৌথ সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক সুরকার গীতিকার এপার বাংলা ও অপার বাংলার জনপ্রিয় শিল্পী আমিরুল মোমেনীন মানিক, সিলেটের সিলেটী গানের জন প্রিয় শিল্পী ডা. জহির অচীনপুরী, সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ মডেল এর ৩য় স্থান অধিকারী মন্টি সিন্হা, বাংলাদেশ বেতার ও টিভির সঙ্গীত শিল্পী অনিন্দীতা অপি ও ‘রবি সেরা কন্ঠ’ কন্ঠশিল্পী বিথী চৌধুরী এবং পার্কীউশনে ছিলেন সঞ্জিব, প্যাডে জয়, কি-বোর্ডে আমিন, বেইজ গিটারে রায়হান। অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ছাড়াও সিলেট জজ কোর্টের বিচারকবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা ও অংশ নেন।