মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯টি ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকরা সক্রিয় থাকলেও ঢোলারহাট ইউপিতে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এতে করে গ্রামে গঞ্জে, হাট-বাজার থেকে শুরু করে সব জায়গাতেই চলছে আলোচনা সমালোচনার ঝড় ঢোলারহাট ইউনিয়নের নৌকা প্রার্থীকে নিয়ে। অভিজ্ঞ মহল মনে করেন সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে না পারায় এই আলোচনা সমালোচনায় পড়েছে ঢোলারহাট ইউনিয়নের আওয়ামী লীগ।
জানাগেছে, আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও আওয়ামী লীগের পক্ষ থেকে ঢোলারহাট ইউনিয়নে দলীয় ভাবে তিন জনের নাম চূড়ান্ত করে পাঠানো হয়। যার মধ্যে অখিল রায়, সিমান্ত কুমার বর্মন (নির্মল) ও অজিত কুমার রায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অজিত কুমার গত ৭ ডিসেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ২০ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিমান্ত কুমার বর্মন নির্মল নাম চূড়ান্ত করে। নির্মলের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাদ অভিযোগে দুদকের করা মামলা থাকার পরেও প্রার্থীতা দেওয়ার বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগে মাঝে চরম ক্ষোপ দেখা গেছে এবং তাদের একাংশ মিলে আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ২৩ নভেম্বর অখিল চন্দ্রের নাম উল্লেখ করে চূড়ান্ত তালিকা করে পাঠায়। অপরদিকে গত ৩০ নভেম্বর দুদকের দায়ের করা মামলা হতে ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মনকে শুনানি শেষে মামলা থেকে অব্যাহতি দেয় ঠাকুরগাঁও আদালত।
এদিকে, অখিল চন্দ্র রায়ের ঋণ খেলাপি থাকায় প্রার্থীতা বাতিল করেছিল উপজেলা যাচাই-বাছাই কমিটি। পরে নৌকার প্রতীক ধরে রাখতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করলে তা ৫ ডিসেম্বর শুনানি শেষে আবারো প্রার্থীতা বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা। পরে উচ্চ আদালতে আবেদন করলে উচ্চ আদালতের আদেশে প্রার্থীতা ফেরত পান এবং উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে অখিল রায়কে নৌকা প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কতৃপক্ষ।