মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)রামগড় ত্রিপুরা যুব কল্যাণ সমিতির হল রুমে টিএসএফ'র উপজেলা শাখার সভাপতি রংচান ত্রিপুরার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন,কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।টিএসএফ'র রামগড় শাখার সাধারন সম্পাদক কল্লোল ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।স্বাগত বক্তব্যে রাখেন,টিএসএফ রামগড় কলেজ শাখার সভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকীর সদস্য সচিব চুপান্তী ত্রিপুরা।এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা ভূবন জ্যোতি বৈষ্ণব, সাবেক বাত্রিকস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রামগড় বাত্রিকস আঞ্চলিক শাখার সাবেক সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, রামগড় বাত্রিকস সাধারণ সম্পাদক ললিত কিশোর ত্রিপুরা, বাত্রিকস কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হরিসাধন বৈষ্ণব, বাত্রিকস সহ-সাধারণ সম্পাদক বিপ্লব ত্রিপুরা, টিএসএফ কেক যুগ্ম সাধারন সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা,২৩৬ নং পরশুরাম মৌজা প্রধান বরুন বিকাশ রোয়াজাসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক সাগর ত্রিপুরা জানান, কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশে ৩৪টি শাখায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।